সারাদেশ

জামালপুরে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়ীতে ভাংচুর, আগুন

মোহাম্মদ বিপুল হোসেন, নান্দিনা (জামালপুর সদর) প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধরা।

এ সময় বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেয়া হয়। তাছাড়া বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাশ করতেও দেখা যায়।

বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়নপ্রত্যাশী ছিলেন কিন্তু মনোনয়ন পান নি।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সন্ধ্যার একটু আগে শহরের নরুন্দি বাজার এলাকায় এক দল বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। ওই মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নরুন্দি রেলস্টেশন এলাকায় অবস্থিত মোহাম্মদ আলীর বাড়িতে প্রথমে ইটপাটকেল ও ভাঙচুর করা হয়। একপর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওবায়দুল হক বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা মোহাম্মদ আলীর বাসভবনে আগুন লাগিয়েছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,