রুমান শাহরিয়ার, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে দৃষ্টি বাংলার সনদপত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় দৃষ্টি বাংলার প্রশিক্ষণ কেন্দ্র অ্যাকটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ সনদপত্র বিতরণ কর্মসূচী আয়োজিত হয়েছে।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত বেসরকারি সমাজসেবামূলক প্রতিষ্ঠান দৃষ্টি বাংলা এনজিও শিক্ষার্থী এবং বেকারদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে ২০১৫ সাল থেকে আইসিটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামে প্রশিক্ষণ দিয়ে আসছে। আধুনিকতার এই যুগে, কর্মক্ষেত্রে কম্পিউটার জানা বাধ্যতামূলক। তাই কম্পিউটার শিক্ষায় প্রশিক্ষণার্থীদেরকে ৫০% নিশ্চিত উপবৃত্তির সুযোগ করে দিয়েছে দৃষ্টি বাংলা।
এসময় উপস্থিত ছিলেন, দৃষ্টি বাংলা এনজিও’র প্রতিষ্ঠাতা বাদশা ভুঁইয়া, হাসানুল কবীর রুমেল, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সরিষাবাড়ী উপজেলা শাখার সদস্য রাশেদুল ইসলাম রাসেল, কম্পিউটার প্রশিক্ষক রুমান শাহরিয়ার, প্রশিক্ষণার্থীদের মধ্যে শিহাব, রোমান, তৌহিদ, শাকিল, শিশির, মুহাইমিনুর, উৎসব, জাকারিয়া সহ প্রমুখ।