সারাদেশ

সোনারগাঁও পৌরসভা গণঅধিকার পরিষদের কমিটি গঠন

পারভেজ আহম্মেদ সোনারগাঁ প্রতিনিধি।

গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সোনারগাঁও পৌরসভা কমিটি গঠন করা হয়েছে।

গতো ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভিপি নুরের দল গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জি: নাহিদ এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাক্ষরিত পত্রে সোনারগাঁও পৌরসভার জন্য ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে আহবায়ক করা হয়েছে উলফত কবির মাস্টারকে এবং সদস্য সচিব করা হয়েছে আবু বক্কর সিদ্দিককে।

গণঅধিকার পরিষদের সোনারগাঁও পৌরসভা কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: সোহেল রানা এবং কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মো: ওয়াহিদুর রহমান মিল্কী।

২১ সদস্য বিশিষ্ট গণঅধিকার পরিষদ সোনারগাঁও পৌরসভা কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে এবং সোনারগাঁও পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদ এই প্রথমবারের মতো সোনারগাঁও পৌরসভায় দলটির কমিটি ঘোষণা করেছে। এর আগে নারায়ণগঞ্জ জেলা এবং সোনারগাঁ উপজেলায় দলের কমিটি ছিলো। ৫ আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্রমান্বয়ে গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গসংগঠনগুলো তাদের কমিটি গঠন করে যাচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,