অপারেশন ডেভিল হান্ট: ভূঞাপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর গ্রেফতার
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
0
Comments
619 Views
Lখায়রুল খন্দকার টাঙ্গাইল :অপারেশন ডেভিল হান্টে টাঙ্গাইলের ভূঞাপুরে মো. আব্দুর রাজ্জাক তরফদার (৬০) নামে আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিল কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আব্দুর রাজ্জাক তরফদারকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম ভূঞাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রাজ্জাক তরফদার পৌরসভার পশ্চিম ভূঞাপুর এর ৪ নম্বর ওয়ার্ড মৃত শমসের আলী তরফদার এর ছেলে। সে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে টাঙ্গাইল থানা পুলিশ আদালতে প্রেরণ করে।