সারাদেশ

কুমারখালিতে  অর্ধগলিত লাশ উদ্ধার

মো: ইফতেখার হাবীব ( কুমারখালী- কুষ্টিয়া) প্রতিনিধি, (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে লাল রঙের টিশার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট রয়েছে।
স্থানীয়রা জানায়, শেষ বিকেলে গড়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে তারা মরদেহটি নদীর কিনারে এনে পুলিশকে খবর দেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে।অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরনে লাল রঙের টি – শার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,