বীর শমসের গাজী চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ কাজী মুস্তাফা আহবায়ক-ফজলুল হক সদস্য সচিব।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী প্রেসক্লাবে ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে’শমসের গাজী চর্চা কেন্দ্র।সমন্বয়কারী মুহাম্মদ ফজলুল হক সাংবাদিক দেরকে শমসের গাজী চর্চা কেন্দ্র’প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করেন৷অষ্টাদশ শতকের মাঝামাঝিতে পলাশী যুদ্ধের সমসাময়িক সময়ে সিলেট,কুমিল্লা,ফেনী,নোয়াখালী, পার্বত্য চট্টগ্রামসহ ত্রিপুরার বিশাল অংশ শাসন করেন বীর শমসের গাজী৷এই বীরের জন্ম ফেনী জেলার ছাগলনাইয়ায়৷ অজানা কারণে ব্রিটিশ বিরোধী এই বীর পুরুষ কে ইতিহাস থেকে নাই করে দেয়া হয়েছে৷ উপমহাদেশীয় চরিত্র,ইতিহাসের বিস্মৃত এই মহানায়কের জীবন ও কর্মকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে শমসের গাজী চর্চা কেন্দ্র এর৷ চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সাতটি দাবী পেশ করা হয়৷ চর্চা কেন্দ্রের উপদেষ্টা পরিষদ ও আহবায়ক কমিটি ঘোষণা করা হয়৷ চর্চা কেন্দ্রের উপদেষ্টামণ্ডলীর উল্লেখযোগ্য হচ্ছেন,সাবেক এমপি ও শমসের গাজীর উত্তরসূরী ওয়াদুদ ভূইয়া,এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রসেফর ডঃ মাইন উদ্দীন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন,জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন সবুজ,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দূল্লাহ,ডেপুটি এটর্নি জেনারেল ব্যরিস্টার নুর মোহাম্মদ আজমী সহ আরো অনেকে৷শমসের গাজী চর্চা কেন্দ্রের কমিটিঃ আহবায়কঃবিশিষ্ট সাহিত্যিক কাজী মোস্তাক গাউছুল হক,অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয়৷যুগ্ম আহ্বায়কঃমোহাম্মদ ওমর ফারুক,ইকবালুল সাদিক ভূঞা,সাইদুল ইসলাম,সদস্য সচিবঃমুহাম্মদ ফজলুল হক,যুগ্ম সদস্য সচিবঃ আবিদুর রহমান,সৈকত ইকবাল,হাফিজ আহমেদ মিলন,মুখপাত্রঃ শাহাদাত মাহমুদ সিদ্দিকী,সহঃ মুখপাত্রঃ কবি স্বাধীন মুর্শিদ সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়৷পর্যায়ক্রমে উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্য সংখ্যা বর্ধিত করা হবে৷সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তক,লেখক,গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃওমর ফারুক,সহকারী এটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মারুফ ফাহিম,এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহঃসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল,একেএম আব্দুর রহীম,সাবেক সভাপতি, ফেনী প্রেসক্লাব,ফেনী রিডার্স ফোরামের মুখপাত্র কবি স্বাধীন মোর্শেদ,শহীদ নাজির আহমেদ স্মৃতি পরিষদের সদস্য সচিব সৈকত ইকবাল,মালিহা আক্তার, ছালেহা রিপা,প্রমুখ৷