সারাদেশ

আদর্শ উপজেলা বিনির্মাণে পাঁচবিবিতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে আদর্শ উপজেলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
উপজেলার উন্নয়ন, শিক্ষা, মাদক, চাঁদাবাজি, যৌতুক, বাল্যবিবাহ, প্রযুক্তির প্রসার, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে, উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ আ্যাসোসিয়েসন অব কল সেন্টার আ্যান্ড আউটসোর্সিং (BACCO) এর সাধারণ সম্পাদক ফয়সল আলিম।
ফয়সল আলীম বলেন, তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা আগামীতে কেমন উপজেলা বিনির্মান করবো, সেই বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন মতামত শুনেছি। সেগুলো বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হবে। এছাড়া আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বাস্তবায়ন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মানবাধিকার আইন  গবেষক নাহিদ হোসেন, সরাইল কলেজের সহকারী অধ্যাপক সরদার মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
এই আয়োজনের বিষয় বস্তু ছিলো, কেমন পাঁচবিবি উপজেলা দেখতে চাই? আলোচনায় অংশগ্রহণকারীরা উপজেলাকে উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক করতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আদর্শ পাঁচবিবি উপজেলা বিনির্মানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেরা প্রশ্নকারী ও সমাধানের বিষয়ে মতামত দেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং