সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত

শামীম আহমেদ, মতলব দক্ষিন প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ গতকাল ১৭ ফেব্রুয়ারী সোমবার কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস এন্ড থিম পার্কে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ৮.০০ ঘটিকার সময় বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে যাত্রা শুরু করে সকাল ১১.০০ ঘটিকার সময় কুমিল্লায় পৌছায়। দিনভর শিক্ষার্থীরা বিভিন্ন রকমের রাইডে চড়ে ও হৈ-হুল্লোড়ে মেতে উঠে। সবশেষে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এক আকর্ষনীয় র্যাফেল-ড্র এর আয়োজন করা হয়। উক্ত শিক্ষা সফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, শামীম আহমেদ, জনাব, মোঃ কাউছার মিয়াজি এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন বিদ্যালয়ের সভাপতি জনাব, আবুল কালাম হাজরা প্রমুখ।