সারাদেশ

গ্রীন ভয়েস নীলফামারীর উদ্যোগে নীল্যান্ড পার্কে চুড়ইভাতি উৎসব। 

 সাকিল ইসলাম ,জেলা প্রতিনিধি  নীলফামারী
 সবুজ প্রকৃতি আর বন্ধুত্বের উষ্ণতায় এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখা ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত চুড়ইভাতি উৎসব। নীলফামারী শহরের প্রাণকেন্দ্রের পাশে অবস্থিত নয়নাভিরাম নীল্যান্ড পার্কে এই আয়োজনটি সম্পন্ন হয়। দিনব্যাপী আয়োজিত এই চুড়ইভাতি উৎসবে গ্রীন ভয়েসের সদস্যরা ছাড়াও প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন তরুণরা অংশ নেন। হাসি-আড্ডা, গান, খেলা, ও পরিবেশ নিয়ে আলোচনা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। সকলে মিলে রান্না করে ভাত, মাংস, ডাল, ভর্তাসহ নানা সুস্বাদু খাবার উপভোগ করেন। গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সাকিল ইসলাম বলেন, “এটি শুধু একটি খাবার উৎসব নয়, বরং প্রকৃতির মাঝে সবাইকে একত্রিত করার একটি প্রচেষ্টা। আমরা প্রকৃতিকে ভালোবেসে কাজ করি, আর এই আয়োজন তারই অংশ।” উৎসবের আয়োজকরা জানান, চুড়ইভাতির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করা এবং সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করাই ছিল মূল উদ্দেশ্য। আগামীতেও এমন আয়োজনে তারা সক্রিয় থাকবেন বলে জানান। দিন শেষে ছবি তোলা ও অভিজ্ঞতা শেয়ার করার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে চুড়ইভাতি উৎসবের। প্রকৃতির মাঝে এমন আয়োজন সকলের মন জয় করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,