সারাদেশ

আওয়ামী লীগ কর্মী এখন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছিলেন আওয়ামীলীগের কর্মী। সরকার পরিবর্তনের পর এখন স্বেচ্ছাসেবক দলের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক। এমন ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের কমিটিতে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। আলোচিত ওই ব্যক্তির নাম ইঞ্জিনিয়ার শামসুল আলম।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের অনুমোদিত কমিটির কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, গতকাল (১৭ ফেব্রুয়ারি) সোমবার এই কমিটির অনুমোদন করা হয়। ৩১  সদস্য বিশিষ্ট এই কমিটির ৬ নম্বর যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার শামসুল আলম। স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা  ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর স্বাক্ষরে অনুমোদনকৃত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হন ইঞ্জিনিয়ার শামসুল আলম।
এরপর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় একটি পোস্টারে ২১শে ফেব্রুয়ারির শ্রদ্ধাঞ্জলি জানান শামসুল আলম। তাতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও জয়ের ছবি রয়েছে। এছাড়াও সেই পোস্টারে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার ছবি রয়েছে।
বিএনপির নেতা কর্মীরা জানান, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ ও বন্দরে আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে পূনর্বাসন করা হচ্ছে। যারা বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতি করেছে তাদেরকে কমিটিতে জায়গা দিয়ে প্রকৃত বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করা হচ্ছে। মহানগর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও সদস্য সচিব সাখাওয়াত ইসলাম রানা ও মমিনুর রহমান বাবু মোটা অংকের টাকা খেয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিএনপিতে পূনর্বাসন করছে।
তারা আরও বলেন, অবিলম্বে সাখাওয়াত ইসলাম রানা ও মমিনুর রহমান বাবুর নেতৃতাধীন মহানগর সেচ্ছাসেবকদলের কমিটি বিলুপ্ত করে সৎ ও ত্যাগীদের দিয়ে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকদলের কমিটি দেয়ার দাবী জানাচ্ছি।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানাকে বিকেল সাড়ে ৩টায় তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ করেননি।#

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,