সারাদেশ

জামায়াতের মহিলা শাখার নেত্রীকে কুপিয়ে হত্যা!   

নিরব তালুকজার প্রিয় (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবলের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত মোছা, মিনারা বেগম  উপজেলা মহিলা জামায়াতের দায়িত্ব পালন করতেন এবং মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা ছিলেন। নিহতের স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক বলেন, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে সরকারী পোগ্রাম শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট অফ, পরে লাইট জ্বালিয়ে দেখেন
স্ত্রীর রক্তাক্ত নিতর দেহ খাটের মধ্যে পরে আছে এবং ৭ মাসের  শিশু সন্তান খাটের নিচে শুয়ে আছে। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইউএনও গিয়াস উদ্দীন ঘটনাস্থলে  পরিদর্শন করেছেন প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে পুলিশ জানায়, ঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,