জ্ঞানালোয় উদ্ভাসিত “মিহির কান্তি শীল” স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও স্মরণ সভা অনুষ্ঠিত

নয়ন চৌধুরী, হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক জ্ঞানালোয় উদ্ভাসিত প্রয়াত মিহির কান্তি শীলের স্মরণে রচিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২১শে ফেব্রুয়ারি(শুক্রবার) চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতের পার্কি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল বিকাল ৩টায় আমন্ত্রিত অতিথিদের রেজিষ্ট্রেশন, সাড়ে ৩টায় স্মরণসভা “শ্রদ্ধায় স্মরণে মিহির কান্তি শীল” বিকেল সাড়ে ৫টায় স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থালোচনা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের “মিহির কান্তি শীল স্মৃতিপদক” ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্মারকগ্রন্থের সম্পাদক প্রয়াত মিহির স্যারের কনিষ্ঠ পুত্র অজয় শীল।
প্রথম পর্বের স্মৃতিচারণ “শ্রদ্ধায় স্মরণে মিহির কান্তি শীল” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ। এতে বক্তব্য রাখেন ডাঃ কিউ এম. অহিদুল আলম,ডাঃ প্রীতি বড়ুয়া, এম. এ. কাদের আলম, স্থপতি সঞ্জীব বড়ুয়া, মো: আবদুর শাকুর, ডাঃ মাহবুব উল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, প্রধান শিক্ষক বাবু শিমুল কান্তি মহাজন, প্রফেসর ডাঃ মাসুদ করিম চৌধুরী, অধ্যাপক বাবুল ওসমান চৌধুরী, সিনিয়র শিক্ষক মীর আবুল কালাম ।
২য় পর্বের মোড়ক উন্মোচন ও গ্রন্থালোচনা অনুষ্ঠানে বাবু ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে মূখ্য অলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষক, চিন্তক ও নৃ গবেষক শামসুদ্দীন শিশির। সভায় অরো বক্তব্য রাখেন কবি ছড়াকার অরুণ শীল, প্রফেসর ড. অন্জন কুমার চৌধুরী, অধ্যক্ষ কল্যাণ নাথ,আনজুমান- এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার, সহকারী অধ্যাপক বদরুন্নেসা সাজু, অধ্যক্ষ মনোজ কুমার দেব।
তৃতীয় পর্বের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে শ্রদ্ধেয় মিহির স্যারের সহকর্মী যাদের সাথে পেশাগতভাবে তিনি দীর্ঘ ও উল্লেখযোগ্য দিন অতিবাহিত করেছেন সেই সকল শিক্ষকদের হাতে “শিক্ষাশিল্পী মিহির কান্তি শীল স্মৃতি পদক” প্রদান করা হয়- প্রাক্তন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবুল ফরাহ, প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল জলিল, প্রাক্তন সিনিয়র শিক্ষক গোলাম কাদের কুতুবী, প্রাক্তন সিনিয়র শিক্ষক জীবন কৃষ্ণ মূখার্জী, প্রাক্তন সহকারী শিক্ষক এস এম নুরুল আলম, প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাশেম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আ ফ ম মোস্তাফা, প্রফেসর মোহাম্মদ সরাফত হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ এমরান হোসেন, প্রধান শিক্ষক এ.কে.এম. মঈন উদ্দীন এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় কৃষানু শর্মাকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পঙ্কজ দেব অপু এবং এড. বদিউল আলম স্বপন।