হাতিয়ায় সংখ্যালঘু জেলের নৌকায় আগুন ক্ষয়ক্ষতি ৫ লক্ষ টাকা

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সংখ্যালঘু জেলের নৌকায় আগুন পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গত (১৮ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ২টার সময় ভুক্তভোগী হরিবন্ধু জলদাসের মালিকানাধীন মাছের নৌকা জাল ও অন্যান্য মালামালসহ পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা।
জানা যায় নৌকা টি নলচিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফজল মাঝি গ্রামে বেড়ীর পাশের খালে বাধা থাকায় অবস্থায় দুর্বৃত্তরা আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায় – গত ১৬ ফেব্রুয়ারী হতে ১৯ ফেব্রুয়ারী ০৩দিন ধরে গঙ্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে তাদের পাড়ায় হয়। সকলে পূজার কাজে ব্যস্ত থাকার সুযোগে দুর্বৃত্তরা তাদের নৌকায় আগুন ধরিয়ে চলে যায়। এবং আগুনের বিষয় টা শুনে তারা ঘটনাস্থলে গেলে তৎক্ষনাৎ সব পুড়ে যায়। কিন্তু আগুনের বিষয়ে তারা এখনো কাউকে সন্দেহ করে নাই।
তিনি আরো জানান-উক্ত মাছের নৌকাটি তার আয় রোজগারের একমাত্র অবলম্বন ছিল। তাছাড়া গত ৩ মাস আগে রাতের অন্ধকারে তার আরেকটি মাছের ছোট নৌকায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ভুক্তভোগী হরিবন্ধু জলদাসের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানান তিনি।
এই ঘটনায় তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে
এই বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ জানান- বিষয় টা শুনেছি বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।