সারাদেশ

কচুয়ায় ডেভিল হান্টে আটক ৩

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় ডেভিল হান্টের বিশেষ অভিযানে গতকাল সোমবার রাত ১২ পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। একই দিন ওয়ারেন্ট ভুক্ত আরো এক আসামিকে গ্রেফতার করা হয়।
ডেভিল হান্টে আটক ব্যক্তিদের মধ্যে ধোপাখালী ইউনিয়নের মেসোখালি গ্রামের মজিদ শেখের ছেলে সবুজ শেখ (৩৩), বিষখালি  গ্রামের মৃত মোসলেম আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম মোল্লা (৪৭), গজালিয়া ইউনিয়নের জোবাই এলাকার মৃত আব্দুল গফফার মোল্লার ছেলে মো: আব্দুল সালাম মোল্লা (৬২) কে বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে কচুয়া থানা পুলিশ তাদের আটক করেন।
এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত ওয়ারেন্ট ভুক্ত চান্দেরকোলা গ্রামের আদিল উদ্দিন শেখ এর ছেলে রবিউল ইসলামকেও আটক করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম জানান, এ পর্যন্ত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কচুয়া থানা পুলিশের হাতে ৩৯ জন আটক হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,