সারাদেশ

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ১২:৩০ মিনিটে রংপুর মহানগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে রংপুর মহানগর পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সঙ্গে ছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ৫ আগস্ট পতিত সরকারপ্রধান পালিয়ে যাওয়ার পর থেকেই মো. আফতাব উদ্দিন সরকার রংপুর নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের একটি রুম ভাড়া নিয়ে সেখানেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার তিনি (ডোমার-ডিমলা) নীলফামারী -১ আসনের সাবেক সংসদ সদস্য, (এমপি) ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মো. মজিদ আলী জানান, সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। এই মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেফতার করা হয়।
এছাড়াও নীলফামারীর ডিমলায় হত্যা চেষ্টা (মামলা নং ২৬, তারিখ ২৮-০৯-২০২৪) এবং নীলফামারী সদর থানার হত্যা চেষ্টা ( মামলা নং২২, তারিখ ১৭-০৯-২৪) মামলার আসামি তিনি।
রংপুর মহানগর পুলিশ কমিশনার সংবাদকর্মীদের জানান, মো. আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর অর্থ জোগানদাতা ছিলেন। এছাড়া বিগত ১৬ বছর বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তার নামে। তাকে কোতয়ালী থানায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে তাকে আদালতে তোলা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,