সারাদেশ

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

হযরত আলী বেলাল,ডিমলা (নীলফামারী)
নীলফামারীতে সরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া বা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ঘটিকায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে হাজারো মানুষ এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহিম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম, ছাত্র প্রতিনিধি শ্রেষ্ঠ সরকার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সৈয়দ মেহেদী হাসান আশিকসহ অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও নাগরিক।
মানববন্ধনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীরা জানান, যদিও কলেজের স্থায়ী ক্যাম্পাস নেই, তবে শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা বলেন, আমাদের পাঠদান ও পরীক্ষা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অভিজ্ঞ শিক্ষকরা এসে আমাদের স্ট্যান্ডার্ড যাচাই করেন। যদি শিক্ষার মান যথাযথ না হতো, তাহলে আমাদের পাস করানো হতো না।
বক্তব্যে বক্তারা বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ২৪টি মেডিকেল কলেজের মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করেছে। এটি প্রমাণ করে যে আমাদের শিক্ষার মান যথেষ্ট উচ্চমানের। শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাসের অভাবকে অজুহাত হিসেবে ব্যবহার করে মেডিকেল কলেজ স্থানান্তরের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মানববন্ধনে বক্তারা স্পষ্টভাবে জানান, নীলফামারী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আগামী ৯ মার্চ দেশের নতুন ৬টি মেডিকেল কলেজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে যে আলোচনা হবে, সেখানে নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ বা স্থানান্তরের কোনো সিদ্ধান্ত হলে কঠোর আন্দোলনের মাধ্যমে নীলফামারীসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া হবে।
শিক্ষার্থীরা দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের জমিতে মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু, বর্তমান ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন এবং বিশেষজ্ঞ দল কর্তৃক সরেজমিনে পরিদর্শনের দাবি জানান। কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে, আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, নীলফামারী মেডিকেল কলেজ স্থানান্তর কিংবা বন্ধ করার যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীতে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,