সারাদেশ

ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রির অপরাধে কারাদণ্ড ও জরিমানা 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে এক মাদক কারবারিকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) রাত ৮ টার দিকে ভূঞাপুর পৌর শহরের কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে একটি পানের দোকানে গাঁজা সেবনের সময় হাতেনাতে তাকে আটক করেন ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও পুলিশ টহল টিমের সদস্যরা।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে পানের দোকানে মো. ফরহাদ নামে একজন মাদক কারবারি গাঁজার ব্যবসা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ও টহল পুলিশের সহযোগিতায় মো. ফরহাদের দোকানে অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর দোকানে তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্য মজুদকৃত গাঁজা জব্দ করা হয়। পরে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,