ফেনীতে ভিটামিন এ ক্যাপসুল খাবে ২০ লাখ ২০ হাজার শিশু।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে ভিটামিন এ ক্যাপসুল খাবে ২০ লাখ ২০ হাজার শিশু,ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ফেনী জেলা সিভিল সার্জন ডাঃমোহাম্মদ রুবাইয়াত বিন করিম।এই সময় জানানো হয় শনিবার(১৫ মার্চ) সারা জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।বুধবার(১২ মার্চ) দুপুরে জাতীয় এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন ব্যবস্থাপনা নিয়ে মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবীদের প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ফেনী সিভিল সার্জন।ক্যাম্পেইন ২০২৫ এর অংশ হিসেবে শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারা দেশের ন্যায় ফেনী জেলা জুড়ে স্থায়ী,অস্থায়ী এবং ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে মোট ১১৩৭ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়েসী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।একই সাথে শিশুর সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টিবার্তা শিশুর অভিভাবক কে জানানো হবে।এই সময় ফেনী সিভিল সার্জন ডা:রুবাইয়াত বিন করিম বলেন শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে বরাবরের মত এবারও আমরা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি নিয়ে আগামী ১৫ শে মার্চ ২০২৫ ফেনী জেলায় মোট ১১৩৭ টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায় বাস স্টেশন ও রেলস্টেশন সমূহে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।