সারাদেশ

ফেনীর সোনাগাজীতে ঝুমুর হত্যার বিচার দাবিতে মানববন্ধন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
দাবিকৃত যৌতুক না পেয়ে বিয়ের ১৮ দিনের মাথায় গৃহবধু মারজান আক্তার ঝুমুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার সোনাগাজী পৌর-শহরের জিরোপয়েন্টে এই কর্মসূচি পালন করেন সর্বস্তরের এলাকাবাসী।এই সময় বক্তব্য রাখেন ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি,সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা বগাদানা ইউপির সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম সোহাগ,পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুননেছা কণা,সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মনিহার বেগম,সোনাগাজী সদর ইউনিয়নের সদস্য,মহিলা দল নেত্রী খাদিজা আক্তার নাজমা,ছাত্রদল নেতা সজিব মিয়াজী ও বগাদানা ইউপির সাবেক সদস্য জহুরুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য সোনাগাজীর বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের আবদুল হালিমের কন্যা মারজান আক্তার ঝুমুরের সঙ্গে গত ২৭ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে প্রবাসী সাইদুর রহমানের বিয়ে হয়।গত ৪ মার্চ দাবিকৃত যৌতুকের পাঁচ লাখ টাকা না পেয়ে স্বমী,শ্বশুর,শাশুড়ি মিলে ঝুমুরকে খুন্তির চ্যাকা দিয়ে ও পিটিয়ে নির্মম নির্যাতন করেন পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা যান।এই ঘটনায় ঝুমুরের মা ফরিদা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করলে শ্বশুরকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।স্বামী ও শাশুড়ি আত্মগোপনে চলে যান।এই নৃশংস ঘটনায় সোনাগাজী উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,