সারাদেশ

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আ:লীগ নেতা গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আওয়ামীলীগের নেতা ও বিস্ফোরক মামলার আসামী মো: হেলাল খান (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাঈদখালী গ্রামের সত্তার খানের ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার রাতে হেলাল খানকে একই গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) একটি সামাজিক অনুষ্ঠানে ওই নেতা যোগদান করেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে অনুষ্ঠান থেকে বিস্ফোরক মামলার আসামি হেলাল খানকে আটক করে নিয়ে আসতে চাইলে স্থানীয়রা হেলাল খানের সহযোগী আওয়ামী সমর্থকরা ও স্বজনরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যরা আহত হন।
ইন্দুরকানী থানার (ওসি) মো. মারুফ হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা হেলাল খান বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় এজাহার নামীয় আসামি। পুলিশ তাকে গ্রেফতার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশের ওপর হামলা করে সে পালিয়ে যায়। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,