বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঐক্য ও সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঐক্য ও সম্প্রীতির এক অনন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে অনুষ্ঠিত এই
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ছয় শতাধিকের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়।
আয়োজকদের মধ্যে একজন মুরসালিন মুন্না বলেন, “এটি শুধু ইফতার নয়; এটি ছিল আমাদের হৃদয়ের মিলনমেলা। আমরা চাই, আমাদের এই ঐক্যের বার্তা সবার মধ্যে ছড়িয়ে যাক।”
অপর আরেকজন আয়োজক গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, “ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা এই ইফতার মাহফিল আয়োজন করেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে ইফতার করার অভিজ্ঞতা দারুণ।
এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একতাবদ্ধতার পরিচয়। ভবিষ্যতেও আমরা আরোও এমন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করব।”
পদার্থ বিভাগের ছাত্রসংসদের সাধারণ সম্পাদক বেনজির এ প্রসঙ্গে বলেন, “এই আয়োজন আমাদের হৃদয় থেকে করা একটি উদ্যোগ। ঈমান ও মানবিকতার জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি। এটি সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।”
আয়োজক দলের আরেক সদস্য সিয়াম মন্ডল বলেন, “বিশ্ববিদ্যালয়ে এরকম অনুষ্ঠান শুধুমাত্র ধর্মীয় নয়, বরং সামাজিক সম্প্রীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন আমাদের আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ করে।”
আয়োজকদের মধ্যে আরো ছিলেন সৌরভ, গোলাম আহম্মেদ, ফয়সাল রাজ, রাব্বি,বাঁধন, হাসিব, আল-আমীন।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা দেশের উন্নয়ন ও শান্তি কামনা করেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের মেলবন্ধন দৃঢ় করার অঙ্গীকার করেন।





