ভূঞাপুরে সেচ্ছাসেবী সংগঠনে তারুণ্যের আলোর দোয়া ও ইফতার মাহফিল
খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে তারুণ্যের আলো সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (১৯ মার্চ) ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এরশাদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহআলম এর সঞ্চালনায়।
অতিথি ভূঞাপুর প্রেসক্লাব সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক , ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষক আনোয়ার হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, মাধ্যমিক শিক্ষক সমিতি সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জুলহাস, আব্দুর রহিম হাফেজ কামরুজ্জামান আকন্দ, গিয়াস উদ্দিন, সেবক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন , প্রতিভা যুব ও ছাত্র সংগঠন প্রতিষ্ঠাতা রেজওয়ানুল করিম রানা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সংগঠনের অন্যান্যা সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা শহিদুল ইসলাম ।





