রাবিপ্রবিয়ানদের ঈদের ছুটিতে বাড়ি ফেরার অনুভূতি
রাবিপ্রবি প্রতিনিধিঃ শহরের ব্যস্ততা, ক্লাস-পরীক্ষার চাপ, হলে কাটানো নির্ঘুম রাত—কিছুদিনের জন্য সবকিছুই যেন ভুলে যাওয়ার সময় এসে গেছে। ঈদের ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি ফেরার এই যাত্রা কেবল একটা পথ পাড়ি দেওয়া নয়, এটা ফিরে যাওয়ার আনন্দ, প্রিয়জনের স্পর্শ পাওয়ার অপেক্ষা। ট্রেন, বাস, লঞ্চ—যার যেভাবেই যাওয়া হোক না কেন, প্রতিটি শিক্ষার্থীর চোখে একই উচ্ছ্বাস—”বাড়ি ফিরছি!” আর ব্যাগ গুছানোর মুহূর্ত থেকেই শুরু হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ঈদের আনন্দ। সবমিলিয়ে ঈদের ছুটিতে বাড়ি ফেরার অনুভূতি এক অন্য রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের বাড়ি ফেরার অনুভূতি তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সঞ্চিতা চক্রবর্তী।
ঈদের ছুটিতে বাড়ি ফেরা নিয়ে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো: সামসিদ দোহা উৎস বলেন, “দীর্ঘ ১০ মাস পর বাড়িতে ফিরবো! শিকড় থেকে কয়েক আলোকবর্ষ দূরত্বের মৃত্যু হোক এই কামনা করি। মা এর আলিঙ্গন আর বাকিসব আত্মার লোকের জন্য খুব দ্রুত স্বপ্ন যাক বাড়িতে আমার!”
কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবিহা তাহের তাহি জানান, “হাজারো ব্যস্ততার ভিড়ে মানুষ মরিয়া হয়ে উঠে কিছু স্বস্তির দিন পার করার।ঠিক সেই স্বস্থির দিন নিয়ে আসে ঈদের ছুটি। মানুষ তাদের সেই ছুটি আপন জন্মভূমিতে কাটাতে ভালবাসে। সবাই আনন্দ নিয়ে ফিরে তাদের আপন জন্মভূমিতে। বাড়ির হাওয়া, সৌন্দর্য কিংবা মায়ের হাতের রান্নায় এক অন্যরকম শান্তি উপভোগ করা যায়। তাই সবার মতো আমার কাছেও বাড়ি ফেরার অনুভূতি রোমাঞ্চকর।”
ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মুবিনা সুলতানা বলেন, “ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ পূর্ণতা পায় প্রিয়জনরা পাশে থাকলে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার উত্তেজনা অন্যরকম। শত ব্যস্ততা ও শহুরে জীবনের বিলাসিতার মাঝেও শিকড়ের টান কখনো ম্লান হয় না। নিজের শহরের চিরচেনা সৌরভ, প্রিয়জনদের প্রশান্ত হাসি, ভাই-বোনদের উচ্ছ্বাস এবং বন্ধুদের সাথে পুনর্মিলন—সব মিলিয়ে ঈদের ছুটি একগুয়ে জীবনকে করে তুলে রঙিন। ব্যস্ত নগরজীবন পেছনে ফেলে শৈশবের স্মৃতিময় পরিবেশে ফিরে যাওয়ার এ এক অনন্য উপলক্ষ।”
কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোসা: ফারজানা ইসরাত বলেন, “ঈদ মানেই খুশি, ঈদ মানেই উচ্ছ্বাস। কিন্তু এর মাঝে সবচেয়ে আনন্দের মুহূর্তটা হলো ঈদের ছুটিতে বাড়ি ফেরা। শহরের ব্যস্ত জীবন, ক্লান্তিকর রুটিন আর যান্ত্রিক কোলাহল পেরিয়ে যখন বাড়ির পথ ধরি, তখন মনে হয় সব ক্লান্তি উধাও হয়ে গেছে।বাড়ির আঙিনায় পা রাখা মাত্রই ছোট ভাই-বোনের দৌড়ে এসে জড়িয়ে ধরা, মায়ের হাতের প্রথম খাবারের স্বাদ, বাবার স্নেহমাখা হাসি—এসবের জন্যই তো বছরের পর বছর অপেক্ষা।এমন এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন।ঈদের ছুটির এই অল্প কয়েকটা দিনেই যেন বছরের সব ভালোবাসা লুকিয়ে থাকে। তাই তো শত ব্যস্ততার মাঝেও ঈদের ছুটিতে বাড়ি ফেরাটা স্বর্গীয় সুখ।”





