সারাদেশ

দাওয়াত না দেওয়ায় আশুলিয়া থানা যুবদলের ইফতার পার্টিতে হামলা ও ভাংচুর

ফরহাদ হোসেন,
দাওয়াত না দেওয়ায় আশুলিয়া থানা যুবদলের ইফতার পার্টিতে হামলা ও ভাংচুর চালায় থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও ইদ্রিসের লোকজন।
আজ দুপুরে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের আয়োজন করেন জহির নামের এক যুবদল নেতা।
ইফতার পার্টিতে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন।
জহির বলেন, প্রায় দুই হাজার লোকের ইফতারের আয়োজন করেছিলাম।হঠাৎ করে তারা সন্ত্রাসী কায়দায় এসে সবাইকে মারধর করে এবং প্যান্ডেল ভাংচুর সহ খাবার গুলো চারদিকে ফেলে দেয়।
পিয়ার আলীর নামে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় এলার মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় বিএনপির নেতারা বিভিন্ন মতামত জানিয়েছেন। নিজেদের দলের মধ্যে এমন ভেদাভেদ কে ভবিষ্যতে খারাপের দিকে যাওয়ার কথা বলছেন অনেকেই।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,