সিরাজগঞ্জে আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৩ আসামী গ্রেফতার
জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের বহুল আলোচিত রায়গঞ্জ থানার চাচা-ভাতিজার হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে অন্যতম প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- বৈকণ্ঠপুর গ্রামের সুরাজ্জমান সেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে ফেরদৌস শেখ (১৮)।
এই মামলার এজাহারের বর্ণনা মতে, গত ১৬ মার্চ রাতে রায়গঞ্জ থানার বৈকণ্ঠপুর এলাকা হতে বদিউজ্জামন সেখের ছেলে রিয়াজ উদ্দিন সেখ (২১) ও একই গ্রামের তোতা সেখের ছেলে হৃদয় সেখ (১৮) নিখোঁজ হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (১৯) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮) এর মরদেহ ভেড়ারদহ ব্রিজের নিচ থেকে দুইটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ দুটি উদ্ধার করে। গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন।
গ্রেফতারকৃত আসামিদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন।





