সারাদেশ

শিশু কিশোরদের মাঝে ইসলামিক সংস্কৃতির চর্চা বৃদ্ধি ও মানসিক বিকাশে আলোকিত রমাদানের সমাপ্তি।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বর্নাঢ্য আয়োজনে পর্দা নামলো দুইদিনব্যাপী হ্যাজট্রিপ আলোকিত রমাদান এর।শিশু কিশোরদের মাঝে ইসলামিক সংস্কৃতির চর্চা বৃদ্ধি ও মানসিক বিকাশে ফেনী শহীদ মিনারে দুইদিনব্যাপী আলোকিত রমাদান নামে অনুষ্ঠান আয়োজন করে বিজয় মঞ্চ নামের একটি সাংস্কৃতিক সংগঠন।শিশুকিশোররা নানান ধরনের ইসলামিক সংগীত পরিবেশনের পাশাপাশি নানান ধরনের গেমস ইভেন্টে মজাদার সময় কাটান।জুলাই বিপ্লব,ফিলিস্তিন হামলার প্রতিবাদে ছিলো বিশেষ চিত্র প্রদর্শনী।দুইদিনে গণ ইফতার আয়োজনে অংশ গ্রহণ করেন বহু পাঁচ শতাধিক মানুষ।দ্বিতীয় দিন ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিশেষ পরিবেশনায় অংশ নেন ক্ষুদে শিল্পীরা।আমাদের দেশে এটি কেবল ইবাদত স্বর্বস্ব।নতুন প্রজন্মকে আমরা মুসলিম সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি।ফেনীর আপামর জনসাধারণের অংশগ্রহণে ফেনী বাসী একটি অসাধারণ আয়োজনের স্বাক্ষী হলো।আয়োজনের অন্যতম সংগঠক নিশাদ আদনান,নুর নবী হাসান যৌথ বিবৃতিতে জানান- প্রথমবারের মতো এই আয়োজনের সাড়া ছিলো অত্যন্ত ব্যাপক।ফেনীর বিভিন্ন উপজেলা থেকে সপরিবারে শতশত পরিবার এটি উপভোগ করতে এসেছে।মানুষের মাঝে এভাবে হাসি আনন্দের উপলক্ষ তৈরী করতে পেরে আমরা নিজেরাই আনন্দিত।দুইদিনব্যাপী এই আয়োজনে হামদ-নাত,ক্বেরাতের পাশাপাশি নানান ধরনের ইসলামিক সঙ্গীতে অংশ গ্রহণ করেন ফেনী সাংস্কৃতিক পরিষদ,ফেনী কালচারাল ফোরাম,স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ,উদ্দীপন,প্রভাতি শিল্পী গোষ্ঠী,কাশফুল একাডেমি,লাল সবুজের গানের আসর,শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রায় শতাধিক শিশু শিল্পীরা এতে অংশগ্রহণ করেন।সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন,ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান,আমেরিকা প্রবাসী সংগঠক হুমায়ুন কবির পাটোয়ারী সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।কার্যক্রমে ফেনীর ২৫টি প্রতিষ্ঠান,ব্যক্তি আর্থিক ভাবে পৃষ্ঠপোষকতা করে।শেষদিনে পৃষ্ঠপোষকদের বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।আপন ইভেন্টের ব্যবস্থাপনায় এই আয়োজনে দুইদিনে এতে কয়েক হাজার মানুষের সমাগম ঘটেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,