সাভারের সিএন্ডবিতে আবারো চলন্ত আছে ডাকাতি আহত ২

সোমবার আনুমানিক রাত আটটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন গেটের একটু সামনে সিএন্ডবি এলাকার আবারো ডাকাতের ঘটনা ঘটে। এ সময় শুভযাত্রা নামক একটি বাসে ডাকাতের ঘটনা ঘটে ডাকাতি কালে ডাকাত দলের সদস্যরা দুইজন যাত্রীকে ছুরিকাঘাতে আহত করে।
আর যাত্রীরা জানান ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে পাঁচজন ডাকাত যাত্রীবেশে গাড়িতে ওঠেন এবং গাড়ি থাকা একজন মেয়ের সাথে বাক-বিতন্ডে জড়ায়। এক পর্যায়ে ওই যাত্রী রেডিও কলোনিতে নেমে গেলেও সেই পাঁচজন হট্টগোল করতে থাকে।গাড়িটি যখন সিএন্ডবি এলাকায় আসে ঠিক তখনই ঢাকার দলের সদস্যরা দেশে অস্ত্র নিয়ে যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা যাত্রীরদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা সহ ১৫ থেকে ২০টি মোবাইল ফোন দিয়ে যায়।
একপর্যায়ে গাড়িটির ড্রাইভার ভিতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতংকে পড়ে যায়।গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৌঁছালে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে নিয়ে গেলে ড্রাইভার লাইট বন্ধ করার সঠিক কোন কারন বলতে না পারায় তারা গাড়িটি আটকে দেয়।