সারাদেশ

ভোলার রৌদ্রের হাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল

মোঃ রাফসান জানি, ভোলা
 মঙ্গলবার (২৫ মার্চ)বিকাল ৪ টায় রৌদ্রের হাট মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌদ্রের হাট বাজার শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ কবির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জিহাদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রহমত, মাগফেরাত আর নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। এ মাসে  একটি নফল এবাদত করলে একটি ফরজ এবাদতের সমপরিমাণ সওয়াব অর্জিত হয় এবং একটি ফরজ আদায় করলে ৭০ টি ফরজের সমপরিমাণ সওয়াব অর্জিত হয়।
তিনি আরো বলেন, জনগণের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। নীতিবান মানুষদের নেতৃত্বে না আনতে পারলে আমাদের জনগণের কাঙ্ক্ষিত মুক্তি কখনোই আসবে না। এজন্য পীর সাহেব চরমোনাই বলেছেন, “নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমোনাই”। আগামী নির্বাচনে নীতিবান নেতা পীর সাহেব চরমোনাইকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারলে জনগণের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত হবে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, ইসরাইলের অবৈধ নরপিশাচরা যুদ্ধ চুক্তি ভঙ্গ করে, রাতের আঁধারে বোমা হামলা করে আমার ফিলিস্তিনের হাজারো মা বোনদের শহীদ করে দেয়। আজ ইউরোপ, আমেরিকায় ও ইজরাইলে কি কোন বিবেকবান মানুষ নাই? মুসলিম রাষ্ট্র প্রধানগণ কি সব অন্ধ ও বধির? নিস্পাপ শিশুদের এমন নির্মম মৃত্যু ও গণহত্যার পরেও কি ইজরাইলকে থামানোর মতো কেউ নাই বিশ্বে? তাহলে এই সভ্যতা, এতো এতো সংস্থার কি দরকার? যুদ্ধ বিরতি লঙ্ঘণ করে ইজরাইল একতরফা মুসলমানের রক্তের নেশায় মেতে উঠেছে। ইজরাইলের এই বর্বরতা সম্মিলিকভাবে রুখে দিতে হবে।
বক্তব্য আরো বলেন, ইজরাইলী বর্বরতা বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। জাতিসংঘসহ বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য, সবগুলোতে এই গণহত্যা বন্ধে জরুরী মিটিং আহবান করে প্রস্তাব পেশ করতে হবে। আমাদের যতটুকু সামর্থ আছে, সেটা নিয়েই জরুরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার সহ-সভাপতি মাওলানা নূরে আলম ফয়েজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান সহ থানা ও রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা ইউনিয়ন শাখার প্রমূখ নেতৃবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,