ফেনীতে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে আর্থিক অনুদান প্রদান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আর্থিক অনুদান প্রদান।ফেনী জেলার ইমাম-মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়।সার্কিট হাউজ মাল্টিপারপাস হলে ফেনী জেলার ইমাম-মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়।ইমাম-মুয়াজ্জিনদের ঈদ আনন্দের অংশীদার হতে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা পরিষদ,ফেনীর সহযোগিতায় ৭০ জন ইমাম মুয়াজ্জিন দের মাঝে ৩,০০০/-(তিন হাজার) টাকা করে মোট ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা প্রদান করা হয়।জেলা প্রশাসক,ফেনী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক,স্থানীয় সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত),জেলা পরিষদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী অফিসার,ফেনী সদর প্রমুখ।