সারাদেশ

ভূঞাপুরে শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে মজলুম জননেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশে অটো-টেম্পু-সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
রবিবার(৩০ মার্চ) সকালে উপজেলার বাসস্ট্যান্ড গোল চত্ত্বর এলাকায় অটো-টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়ন ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি-সম্পাদকের উদ্দ্যোগে এ আয়োজন করা হয়।
এতে উপজেলা যুবদলের আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা অটো-টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়ন ভূঞাপুর শাখার সভাপতি খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক ও অটো-টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়ন ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল আলম সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা খন্দকার আয়নাল হক, কার্যকরী সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি শওকাত।
আরো উপস্থিত ছিলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন তালুকদার, বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান পাপ্পু, সহ-সভাপতি খন্দকার হাফেজ, মঞ্জু চৌধুরী, যুগ্ম সম্পাদক মনজুর রহমান,  মাইক্রো বাস শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হিমন তালুকদার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার লিমন, সদস্য সিয়াম তালুকদার ও ইশতিয়াক তালুকদার প্রমুখ।
ভূঞাপুর অটো-টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি খন্দকার জুলহাজ আলম বলেন, মজলুম জননেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশে সকল শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,