সারাদেশ

পাথরঘাটায় আওয়ামী লীগ নেতার বাড়িতে চুরি, থানায় অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামীলের তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম কিবরিয়া পিয়ার নামে এক আওয়ামী লীগ নেতার বাসায় চুরির ঘটনা ঘটেছে।

এঘটনায় ওই আওয়ামী লীগ নেতার মেয়ে
মোসাঃ জাহানারা আক্তার জেমি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে গত পহেলা এপ্রিল পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত
পাকা বাড়িতে বসবাস করতেন পাথরঘাটা উপজেলা আওয়ামীলের তথ্য ও গবেষণা সম্পাদক ও মেসার্স জেমি ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক গোলাম কিবরিয়া পিয়ার।

৫ আগস্টের পরে গোলাম কিবরিয়া পিয়ার বাড়িতে না থাকায় তার মেয়ে জাহানারা আক্তার জেমি এবং তার ৮ বছরের শিশু সন্তান ও তার মাসহ তিনজন ওই বাসায় বসবাস করে আসছিলেন।

৩১ মার্চ সোমবার সকাল ১১ঘটায় জেমি চিকিৎসার জন্য পরিবারসহ বরগুনা গেলে শরীরের অবস্থা ভালো না থাকায় তারা বরগুনায় তাদের এক আত্মীয়ের বাসায় রাত্রি যাপন করেন। পরের দিন পহেলা এপ্রিল বিকাল ৪ টার দিকে প্রতিবেশী শিরিন আক্তার এর মাধ্যমে খবর পেয়ে ওই দিনই সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে বাড়িতে এসে দেখেন বাসার ভিতরের রুমের ৫টি দরজার তালা ভেঙ্গে বাসায় থাকা স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল ও বিভিন্ন ব্যাংকের চেক বইসহ জরুরী অনেক কাগজ পত্র চোরের দল নিয়ে গেছে।
এছাড়াও ঘরের আসবাবপত্র ভেঙে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

এঘটনায় গোলাম কিবরিয়া পিয়ার এর স্ত্রী তাসলিমা আক্তার সুখী ও তার মেয়ে মোসাঃ জাহানারা আক্তার জেমি বলেন চোরেরা বাসার মালামাল চুরিকরাসহ বাসায় যেভাবে ভাংচুরের তান্ডব চালিয়েছে এবাস্থায় আমরা পরিবারসহ চরমভাবে নিরাপত্তা হীনতায় ভুগছি।

জেমি বলেন চাকরির সুবাদে আমার স্বামী দূরে থাকেন আর রাজনৈতিক কারনে বাবা বাড়িতে থাকতে পারেননা আমি একটি শিশু সন্তানসহ আমার মাকে নিয়ে এই বাসায় বসবাস করি,  এঘনার পর থেকে বাসায় থাকতে প্রচন্ড ভয় করছে।

উল্লেখ্য গত ১৭ মার্চ রাতে যুবলীগের কেন্দ্রীয় নেতা সুভাষ চন্দ্র হাওলাদার এর পাথরঘাটাস্থ বাড়ির মুল ফটক সহ সকল দর্জার তালা কেটে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।

এছাড়া ৫ আগস্টের পরে যুবলীগের কেন্দ্রীয় নেতা সুভাষ চন্দ্র হাওলাদার এর পাথরঘাটাস্থ ও বামনার বাড়িতে ভাংচুর সহ স্থানীয় সাবেক এমপি সুলতানা নাদিরার পাথরঘাটাস্থ বাড়িতে ভাংচুর করা হয়।

জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, চুরি হওয়া ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। তারা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,