সারাদেশ

মহেশপুরে শ্রমিক দলের মত বিনিময় সভা

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মহেশপুর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মহেশপুর উপজেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান কয়ি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মহেশপুর পৌর সভাপতি ইউনুস আলি ঝন্টু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা-পৌর ও বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,