সারাদেশ

সদরপুরে নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে মাদ্রাসা ও কবরস্থান। 

সদরপুর থেকে শিমুল তালুকদার।

ফরিদপুরের সদরপুর উপজেলার সারে সাতরশি গ্রামে সম্পুর্ন নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে কবরস্থান ও মাদ্রাসা।
ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কোল ঘেসে সারে সাতরশি গ্রামে প্রায় ৩৪ শতক জায়গায় নির্মান করা হচ্ছে আব্দুল খালেক বিশ্বাস স্মৃতি কবর স্থান।
শুধু তাই নয় এলাকার গরীব ছাত্র ছাত্রীদের সম্পুর্ন বিনা বেতনে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্বাস বাড়ির পুরনো মাদ্রাসাটি পুঃন নির্মান করার। যার নাম হযরত আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসা।
যার অক্লান্ত পরিশ্রম ও নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে তিনি হচ্ছেন, সদরপুর উপজেলার সারে সাতরশি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি আজিজুল হক বিশ্বাস। তিনি জানান, আমি এবং আমার ভাগিনা বাদল মুন্সী কবর স্থান ও মাদ্রাসার নামে জায়গা ক্রয় করে অকফো করে দিয়েছি। এবং আমাদের নিজস্ব অর্থায়নে কবরস্থান,  মসজিদ ও মাদ্রাসা নির্মান করছি। এলাকার দরিদ্র ছাত্ররা যাতে করে বিনা বেতনে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্যই উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, এই পর্যন্ত আমরা কেবল নিজেদের অর্থায়নেই কাজ করে যাচ্ছি। এলাকাবাসীরা জানান, আজিজুল হক বিশ্বাস একজন ভালো মনের মানুষ। তিনি প্রতি ঈদের সময়ে এলাকার বহু দরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গী ও নগদ টাকা বিতরণ করেন, কোরবানীর ঈদে এলাকায় গরীবদের মাঝে গোস্ত বিতরন করা ছারাও স্থানীয় অসহায়দের সাহায্য করেন।  তাঁর এই মহান উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন সারে সাত রশি এলাকার সর্বস্থরের জনসাধারণ। তিনি জানান,  যদি সরকারী ভাবে আর্থিক সহযোগিতা পাওয়া যেত তবে খুব তারাতারি এই উদ্যোগ বাস্থবায়ন করা যেত। তাই এই মহান কাজের সহযোগিতা করার জন্য সরকারি সাহায্য কামনা করছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং