সারাদেশ

লক্ষ্মীপুর বিএনপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:লক্ষ্মীপুরে রায়পুরে ২নং উত্তর চরবংশী ইউনিয়নে  বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।আজ  সোমবার (৭এপ্রিল) বিকাল ৪টা থেকে কিছুক্ষণ পর পর চরবংশী বাজার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম সাজু উদ্দিন দেওয়ান (৩৮)বলে জানা গেছে। তিনি স্পেন প্রবাসী  ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিএনপির নেতৃত্ব নিয়ে শামীম গাজী এর সঙ্গে ফারুক কবিরাজ এর বিরোধ চলছিল। এর জেরে সোমবার উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ থামাতে পুলিশ  ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং