সারাদেশ

জয়পুরহাটে ছাত্র শিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত 

জয়পুরহাট প্রতিনিধিঃ ৮ এপ্রিল ২০২৫ইং
‘দাওয়াত ও প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ সফল হবে আন্দোলন’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে উপশাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ মার্চ) বেলা ১১টায় শহরের তা’লীমুল ইসলাম একাডেমি এন্ড কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যান সম্পাদক ডা. রেজুয়ানুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো: ফখরুল ইসলাম, ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসিবুল আলম লিটন, সাজেদুর রহমান সাজু, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,