সারাদেশ

মেহেরপুরে স্বামী স্ত্রীসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধিঃ(কে ডি আনোয়ার হোসেন)

মঙ্গলবার (৮ এপ্রিল) মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের এক অভিযানে স্বামী-স্ত্রী ও শশুড়-শাশুড়ি সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির মাদক ৫ লক্ষ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মেহেরপুর শহরের মিয়াপাড়া এলাকার মৃত শাহাদত হোসেন সাজুর ছেলে চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, চঞ্চলের শশুর এবং মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার কিয়ামউদ্দিনের ছেলে মহিরউদ্দিন(৫৫) ও মহিরউদ্দিনের স্ত্রী চায়না খাতুন(৫০), সহ মল্লিক পাড়ার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম (৪৫)।

টাস্কফোর্সের অন্যতম সদস্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের নেতৃত্বে শহরের মল্লিকপাড়া এবং মিয়াপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে মহির উদ্দিন এবং চঞ্চল হোসেনের বাড়ি থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৫ লক্ষ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করে টাস্কফোর্সের সদস্যরা।’

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮, ৩৬ এর ৫ ধারায় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজন মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,