লালমনিরহাটের হাতীবান্ধায় জু’য়া খেলার দায়ে ৪ জনকে গ্রে’ফ’তা’র করেছে পুলিশ।

লুৎফর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট হাতীবান্ধায় জুয়া খেলার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার তাদের ওই উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই এলাকায় পেলকার কুড়া বুড়ির মেলার মাঠ থেকে গ্রে’ফ’তা’র করেন। গ্রেফতারকৃতরা হলেন ০১। মোঃ মাহমুদুল হাসান অপূর্ব (১৯), পিতা-মোঃ মিন্টু মিয়া, সাং-খোদ্দ বিছনদই, ০৫ নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা, ০২। মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা-মৃত রফিয়েল, দালালপাড়া, থানা-চীলমারি, জেলা- কুড়িগ্রাম, ০৩। মোঃ আবু সুফিয়ান (৩৫), পিতা- মৃত আবুল হোসেন, সাং-মোঘলহাট, খানাটাড়ী, থানা-লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট, ০৪। মোঃ খোরশেদ আলম (৪০), পিতা- মৃত ইসাহাক আলী, সাং-সারপুকুর সর্দারপাড়া, থানা-আদিতমারী, জেলা- লালমনিরহাট। বুধবার সকালে তাদের জেল-হাজতে প্রেরণ করে হাতীবান্ধা থানা পুলিশ।