সারাদেশ

দুমকী উপজেলা আওয়ামী লীগের  সভাপতি কালাম মৃধা নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার 

মোঃ আরিফুর রহমান (মামুন)
দুমকী উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব
 ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে দুমকী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুমকী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ১ নং আসামি। ৫ আগষ্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে ২০২৪ সালের ৭ নভেম্বর তারিখে উপজেলার মুরাদিয়ার বাসিন্দা মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।
দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় গ্রেপ্তার কৃত আসামিকে ৯ এপ্রিল বুধবার সকালে পটুয়াখালী জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,