সারাদেশ

সিরাজগঞ্জে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার সোনার মদিনা মিল সংলগ্ন হারুনের বাড়ির সামনে হতে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানীর কমান্ডার দীপঙ্কর ঘোষ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত ০৯ এপ্রিল সন্ধ্যা ৬.৩৫ ঘটিকায় সিরাজগঞ্জ  জেলার কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার হারুনের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাগের বাড়ি গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৮) বর্তমানে সে কুটিরচর গ্রামের দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া ও কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মোঃ মাহমুদুল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।
র‌্যাব-১২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,