সারাদেশ

সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হলো বর্ষবরণ

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
ভোরের প্রথম আলো ফোঁটার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন সংগঠন।
বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
সকালে শহরের বাজার স্পেশনে মুক্তমঞ্চে প্রসূন থিয়েটার.স্বপ্ন দুয়ার ও লালন একাযোমন আয়েজনে পান্তা আপ্যায়ন,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এছাড়া জেলা প্রশাসন,জেলা বিএনপি,জাসাস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালন করছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,