ফেনী সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এর অভিযানে এস্কেভেটর নষ্ট ও মাটিভর্তি ট্রাক জব্দ।

ফেনী সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এর অভিযানে এস্কেভেটর নষ্ট ও মাটিভর্তি ট্রাক জব্দ।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এর অভিযান পরিচালনা করে এস্কেভেটর নষ্ট ও মাটিভর্তি ট্রাক জব্দ করেন।ফেনীর কালিদহ ও ভালুকিয়া অবৈধভাবে মাটি কাটায় এস্কেভেটর নষ্ট ও শর্শদিতে ৩টি মাটিভর্তি ট্রাক জব্দ।ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিদহ ও ভালুকিয়া এবং শর্শদি এলাকায় চিহ্নিত মাটি খেকোরা রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে রাতভর গ্রাম্য রাস্তা দিয়ে কিছুদিন যাবত পিকআপ করে অবিরাম মাটি ক্যারিং করার খবর পেয়ে মঙ্গলবার রাত দশটায় কয়েকজন আনসার সদস্য সাথে নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।ঘটনাস্থলে পৌছে কালিদহ ও ভালুকিয়া মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটরটি নষ্ট করেন এবং শর্শদীতে তল্লাশী করে মাটি ভর্তি তিনটি পিকআপ জব্দ করেন।স্থানীয়ভাবে জানা যায় মাটি কাটা ও কেরিং কাজে এলাকার রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী জড়িত।ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন অবৈধ মাটিকাটা বালু উত্তোলন জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে যে কোন ব্যক্তি ও গুষ্টির বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর সেই লক্ষ্যে ফেনী জেলা প্রশাসন যে কোন অপরাধমনে অভিযান সবসময় অব্যাহত থাকবে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২