সারাদেশ

পাঁচবিবিতে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট। 

জয়পুরহাটের পাঁচবিবিতে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে শহীদ আলম (৩০) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পাঁচবিবি বারোকান্দি সড়কের আটাপুর ইউনিয়নের উচাই বাজারের ১০০ গজ পশ্চিমে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শহীদ আলম নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষীপুর মনির বাজার গ্রামের আতাউর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টার দিকে পাঁচবিবি হতে মোটরসাইকেল যোগে শহীদ আলম বারোকান্দির দিয়ে যাওয়ার পথে উচাই নামক স্থানে অপরদিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটলে সে গুরুত্বর আহত হোন। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,