রায়পুরে হত্যা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জসিম উদ্দিন বেপারীর হত্যা মামলার ঘটনায় বিএনপির এজাহারভুক্ত ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৩। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন গাজী, উত্তর চরবংশী ইউনিয়ন কৃষকদলের সদস্য আবুল খায়ের গাজী, ইউনিয়ন যুবদলের সদস্য মো. সিদ্দিক আলী দেওয়ান, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সোলায়মান দেওয়ান, উত্তর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হানিফ দেওয়ান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন বকসি, সাবেক ছাত্রদল নেতা মো. শাহাদাত গাজী, বিএনপিকর্মী খালিদ গাজী, জাকির হোসেন, আব্দুল মন্নান গাজী, মো. নেসার উদ্দিন, মো. মিজান সরদার, মো. খিজির ও তসলিম উদ্দিন। তারা সবাই উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৩ জানায়, গত মাসে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাদের নাম রয়েছে। গ্রেপ্তারের পর রোববার (২৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “হত্যা মামলার আসামি হিসেবে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।