সারাদেশ

হাটহাজারীতে এনজিওর হয়রানি থেকে নিস্তার পেতে সংবাদ সম্মেলন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে এনজিও হয়রানি থেকে নিস্তার পেতে সংবাদ সম্মেলন আয়োজন করেন ভুক্তভোগীরা।
বুধবার উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের জনগণ পাড়া এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন,প্রতিবেশী আলমগীর, শাহনাজ ও ইউসুফ ও হাছিনার কথা বিশ্বাস করে বিভিন্ন এনজিও’র ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে দিয়ে এনজিও’র জালে নুর বানু, নিশাতুন্নাহার ঝুমা, মুন্নি আক্তার, আনোয়ারা বেগমসহ আরো কয়েকজন নারী ফেঁসে যায়। এদিকে ভুক্তভোগীরা কেউ নিজের নামে কেউবা ঋণের সাক্ষি ও জামিনদার হয়ে তাদের সহযোগিতা করেছেন। ঋণ উত্তোলনের পর দু একটি কিস্তি পরিশোধ করলেও পরবর্তীতে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

দিনমজুর পরিবারের ভুক্তোভোগী সদস্যরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের উপর চাপ প্রয়োগ করতে থাকেন বিভিন্ন এনজিও’র লোকজন। এর মধ্যে ভয়ে অনেকে ঘরের গরু, ছাগল, ঘরের আসবাবপত্র বিক্রি করে কিছু কিছু পরিশোধ করলেও আর পারছেন না বলে জানিয়ে দেন। টাকা না পেয়ে অনেক এনজিও লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ভুক্তভোগীদের।
তারা অভিযোগ করে বলেন, এনজিওর লোকজন প্রতারকদের বিরুদ্ধে কোন মামলা না করে সরাসরি সাক্ষি ও জামিনদারদের হয়রানি করছেন। প্রতারকদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতারণার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সংবাদ সম্মেলনে। একইসাথে এনজিও’র লোকদের অসহায় ভুক্তভোগীদের প্রতি সহায় হওয়ার অনুরোধ জানান সম্মেলনের মাধ্যমে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,