যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (২৮ এপ্রিল) ফুলসারা ইউনিন পষিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের মহড়ায় তিনি উপজেলার রাজপথ দখলে নিয়ে আন্দোলন দমনের সর্বাত্মাক চেষ্টা করেন। চেয়ারম্যান মাসুদ চৌধুরীর নির্দেশে ছাত্রলীগের গুন্ডারা বৈষম্যবিরোধী শিক্ষর্থী, উপজেলা ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেন।এমনকি নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকিও দেয়া হয় সে সময়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মঞ্জুরুল হক ভূইঁঞা জানান, মেহেদী মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার আসামি। অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।