পাইকগাছায় বিনামূল্যে কৃষক-কৃষাণীদের মাঝে উপকরণ বিতরণ
এম জালাল উদ্দীন:পাইকগাছা
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় পাইকগাছায় কৃষক কৃষাণীদের মাঝে বিনা মূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, নবাগত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ
মোঃ একরামুল হোসেন। এসময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৭১ জন কৃষক-কৃষানীদের মাঝে ১ টি সাইনবোর্ড, ২টা কৌটা, জৈব সার ৪০ কেজি,২১ প্যাকেট সবজি বীজ, রাসায়নিক সার ৫ কেজি,ফলজ চারা ৬ টি, গার্ডেন নেট ১ টি ও ১ টি রেজিস্ট্রার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, মোঃ আতাউল্লাহ্ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী।