মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান গ্রেফতার
প্রতিনিধি
জামালপুর
জামালপুরে নাশকতা ও বিষ্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বিকালে জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতা ও বিষ্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মেলান্দহ থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।।