বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে রাতের আধারে সম্পত্তি দখল ও মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ।
বানারীপাড়া প্রতিনিধি।
- বরিশালের বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল সহ মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলা সৈয়দকাটি ইউনিয়নের আউয়ার বাজারে বড় ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানা যায়। অভিযোগ সূত্র জানাগেছে মৃত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী শিকদারের স্ত্রী আয়েশা বেগম ২২ নভেম্বর রাতে তার বাড়িতে একাই ঘুমিয়ে ছিলেন। ওই রাতে একদল দখলবাজ মুখে মাক্স পড়ে তার দরজায় কড়া নাড়ে, দরজা খোলার সাথে সাথে মুক্তিযোদ্ধা হোসেন আলীর স্ত্রী আয়েশা বেগমের উপর হামলা চালায় এবং ঘরের মধ্যে ঢুকে স্টিলের আলমিরা সহ বিভিন্ন মালপত্র ভাঙচুর করে।একপর্যায়ে তাকে জিম্মি করে পূর্বপরিকল্পিতভাবে ঘরের সামনের ফাঁকা জায়গায় একটি দখল ঘর তোলেন। প্রসঙ্গত ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বরিশাল থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বিরোধীয় ওই সম্পত্তিতে দুই পক্ষকে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়। আদালতের এই নির্দেশকে অমান্য করে বিবাদীপক্ষ রাতের আঁধারে কাঠ দিয়ে একটি দোকান ঘর তৈরি করে সম্পত্তি দখল নেয়ার চেষ্টা চালায়। এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে ওই সম্পত্তি তাদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন।