সারাদেশ

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের হাইস্কুল পাড়ার জলিল উদ্দীনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, সকালে জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেল যোগে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার চারমাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ঘাতক মিনি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,