সারাদেশ

জয়পুরহাটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ৫ মে ২০২৫ইং

জয়পুরহাটে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষে অভিভাবকদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আশা শিক্ষা কর্মসূচির অধীনে সদর উপজেলার মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 এসময় বক্তব্য রাখেন,আশা’র সিনিয়র ড্রিস্ট্রিক্ট ম্যানেজার বাবুলুর রশীদ, এরিয়া ম্যানেজার মাহফুজার রহমান, গাইবান্ধার পলাশবাড়ী এডুকেশন অফিসার শরিফুল ইসলাম, মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, আশা মাধাইনগর ব্রাঞ্চ ম্যানেজার আলমগীর হোসেনসহ প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে অভিভাবক শিক্ষক /শিক্ষার্থীসহ জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্যই হলো শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। মাধ্যমিক পর্যায়ের অধ্যায়নরত শিক্ষার্থী ঝরে পড়া কমিয়ে আনা। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাঠ আয়ত্ত করতে সহায়তা করা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুনগত মান-উন্নয়নে সহায়তা প্রদান করাই হচ্ছে আশা শিক্ষা কর্মসূচির মূল উদ্দেশ্য।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,